শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০২:০৮ অপরাহ্ন
মুহাম্মাদ ইয়ামিন: ২০০২ সালে তারেক মাসুদের মাটির ময়না ছবির মুল চরিত্রে অভিনয় করা আনু ২০১৩ সালে মিডিয়া জগত ছেড়ে ধর্মের দিকে মনোনিবেশ করছেন।
গত রোববার অভিনয়ে জাতীয় পুরস্কার পাওয়া আনু সাথে সাক্ষাৎ করে তার বর্তমান পরিস্থিতির কথা জানতে চাইলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মিডিয়া ছেড়ে আমি বেশ ভালো আছি। মিডিয়া জগতে অনেকেই আমার সাথে প্রতারণা করছে। আমাকে ব্যবহার তারা উপরে উঠছে কিন্তু তারা আমাকে উপরে উঠাননি।
কিন্তু মিডিয়ার রঙ্গিন জগত ছেড়ে এখন আমি বেশ ভালো আছি। ২০১৩ সালে আমি আল্লাহর রাস্তায় তাবলীগ জামাতের তিন চিল্লার সফর করি। রংপুরসহ বেশ কয়েকটি জেলাতে আমার সফর পরে। এ ছাড়াও অনেক বার তিন তিন করে জামাতে সময় দিয়েছি। কাকরাইলের মারকাজেও খেদমতে ছিলাম দশ দিন।
আনু বলেন, দ্বীনের পথে আসায় এখন আমি আর অযথা আড্ডা দেই না, গান শুনি না, ছবি দেখি না। সব ত্যাগ করেছি।