হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন কাকরাইলের দুই মুরুব্বি
কাকরাইলের আহলে শুরা সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব (দা. বা.) ও প্রফেসর ইউনুস শিকদার সাহেব (দা. বা.) পরিপূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরেছেন।
হজরতদ্বয় গত সপ্তাহে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। উভয়ে অসুস্থ হওয়ার পর সারা দুনিয়ায় সাথীরা দু’আ করেছেন ও তাদের শারীরিক খোঁজখবর নিয়েছেন। বিশেষভাবে হজরতজী মাওলানা সাদ কান্ধলভী (দা. বা.) সার্বক্ষণিক উভয়ের খবর নিয়েছেন ও খুব দু’আ করেছেন।
আল্লাহতা’লা হজরতদের হায়াতে বরকত দান করুন এবং আরো বেশি দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন।