রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০২:৫৭ পূর্বাহ্ন
তাবলীগ নিউজ বিডিডটকম | টঙ্গীর ময়দানের দিকে এখন মুসল্লিদের জনস্রোত। ইজতেমার মাঠের চারপাশে লোকলোকারণ্য। মৌলিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতার দাবীতে এবার নির্যাতিত তাবলীগের মূলধারার সাথীরা এখন হাডলাইনে যাচ্ছেন।
সরকারী সকল নির্দেশনাকে তোয়াক্কা করে মাদরাসার ছাত্র দিয়ে টঙ্গীর মাঠ দখল করে লক্ষ লক্ষ তাবলীগের সাথীদের মৌলিক নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের কারনে তারা মাঠে জড়ো হতে চান।
আজ কয়েকমাস ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হেফাজত নেতারা তাবলীগের সাথীদের উপর জুলুম নির্যাতন করক চলছেন। সর্বশেষে তাবলীগের জোড় বন্ধে মাদ্রাসার ছাত্রদের দিয়ে ময়দান দখলে রাখেন এক সাপ্তাহ ধরে।
একপক্ষকে ময়দানের ভিতরে রেখে প্রশাসন অপর পক্ষের সাথে দ্বীমূখি আচরণের কারনে তারা আজ বাধ্য হয়েই ময়দানে জড়ো হচ্ছেন তাদের ধর্মীয় স্বাধীনতা মৌলিক অধিকারের দাবীতে।