শনিবার, ০৬ মার্চ ২০২১, ১১:৪৫ অপরাহ্ন
ইবনে ইসহাক, টঙ্গী থেকে, তাবলীগ নিউজ বিডিডটকম | আজ ভোর থেকে সূর্য উদয়ের সাথে সাথে বাংলাদেশ দেখছে এক নজিরবিহীন অহিংস শান্তিপূর্ণ আন্দোলন। টঙ্গীর ময়দানে মূলধারা লক্ষ লক্ষ তাবলীগ সাথী জোড় করতে এসে বাঁধাগ্রস্থ হয়।
এতে করে তাবলীগের সাথীরা বিশ্ব ইজতেমার আটটি ফটকে চারপাশে ফাজায়েলে আমল কিতাবের তালিম করা শুরু করে। এতো সাথী এলো কারোমূখে একটি শ্লোগান নেই। হাতে কোন লাটি নেই। ময়দানের ভিতর থেকে একটু পরপর ছোটছোট মাদরাসার ছেলেরা উত্তেজিত শব্দ ও শ্লোগান দচ্ছে।
অপরদিকে তাবলীগের সাথীদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ’র জিকির। হাতে তাসবিহ আর তালিম ও বয়ান শুনে শুনে চলছে নিজেদের অধিকার আদায়ের এক অন্যরকম অহিংস আন্দোলন।