মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৭:৩৬ অপরাহ্ন
তাবলীগ নিউজ বিডিডটকম | তাবলীগের ৫দিনের জোড় করতে বাঁধা প্রদানকে কেন্দ্র করে মাদরাসার ছাত্র বনাম তাবলীগের সাথীদের মাঝে দাওয়া পাল্টা দাওয়া হয়েছে। সকাল থেকেই মূলধারার তাবলীগের সাথীরা তাদের নির্ধারিত তারিখে জোড় করতে গেলে ভিতর থেকে মাদরাসার ছাত্ররা গেইটের বাহিরে অবস্থানরত তাবলীগওয়ালাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে।
এক পর্যায়ে তাবলীগের সাথীরা ক্ষিপ্ত হয়ে গেইট ভেঙ্গে মাঠে প্রবেশ করতে চাইলে ছাত্ররা সম্মিলিতভাবে তাদের উপর লাটিসোটা দিয়ে হামলে পরে। সকাল থেকেই তাবলীগের সাথীদের উপর ইট মারতে থাকে ভিতর থেকেে।
এরপর হাজার হাজার সাথী মাঠে প্রবেশ করলে ছাত্ররা পালিয়ে যায়। এতে করে কিছু মাদরাসা ছাত্র ও অন্তত ৫০জন তাবলীগের সাথী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে যানা যায়।