শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৩:৪৭ পূর্বাহ্ন
ফেনী প্রতিনিধি: টঙ্গির তুরাগ তীরের বিশ্ব ইজতেমার আদলে এবারো বাংলাদেশের ৬৪টি জেলায় অক্টোবর মাস থেকে বিভিন্ন তারিখে জেলাভিক্তিক ইজতেমা শুরু হয়েছে। স্থানীয় পর্যায়ে তাবলীগের কাজ কে গতিশীল করার লক্ষে নিযাৃুদ্দীনের তত্বাবধানে এসব আঞ্চলিক ইজতেমা অনুষ্টিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় আগামী -১৯/২০/২১শে নভেন্বর১৮ইং ফেণী জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে জেলা ইজতেমা উপলক্ষে এখন থেকেই বিভিন্ন জোড় ও বিশেষ পরামর্শ সহ নানান কার্যক্রম শুরু হয়ে গেছে। মাট তৈরির কাজ আরম্ভ হয়ে গেছে। বিশেষ মেহনতের জামাত প্রতিদিন বের হচ্ছে। ইজতেমাকে ঘিরে বিভিন্ন তবকা (স্তরের) জোড় ও গাশত চলছে। প্রসাশন, সাংবাদিক, ব্যাবসায়ী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, পেশাজিবী, গোরাব সহ সকল স্তরের লোকদের কাছে দাওয়াত চলছে। এসব ইজতামতে কোন প্রকার চাঁদা কালেকশন,কিংবা বাহ্যিক প্রচারনা, লিপলেট পোষ্টার, ব্যনার মাইকিং সহ আধুনিক প্রচার যন্ত্র ব্যবহার করা হবে না।
ফেণীর মাননীয় সংসদ সদস্য জনার নিজাম উদ্দিন হাজারি সাহেব প্রথম বাঁশ পুতে উদ্ভোধন করেন ফেণী জেলা ইজতেমা ।