শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৪:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, তাবলীগ নিউজ বিডিডটকম । গত পহেলা ডিসেম্বর থেকে তিনদিন ব্যাপি ভারতের বুলন্দ শহরে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। ৩০কোটি মুসলমানের দেশ ভারত। এখানে অসংখ্য প্রাদেশিক বড়বড় ইজতেমা সারা বছরই হয়ে থাকে।
তবে যতটুকো জানাযায় দেওবন্দের নিকটস্থ বুলন্দ শহরে এবছরের ইজতেমায় শতাধিক দেশের মুসলমান অংশ গ্রহন করবে ।
প্রায় ছয় মাস পূর্বে ১৪কিলোমিটার বিশাল জায়গা জুড়ে এই ইজতেমার আন্তর্জাতিক প্যান্ডেল তৈরির কাজ শুরু করেন লক্ষাধিক সেচ্ছাসেবী। কেবল গাড়ি পাকিং এর জন্য নির্ধারিত স্থান টঙ্গীর ময়দানের চেয়ে বড়।
আজ বাদ ফজর বিশ্ব আমীর হাফেজ মাওলানা সাদ কান্ধলভীর হেদায়তী বয়ান ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বুলন্দ শহর ঐতিহাসিক আলমী ইজতেমা শেষ হয়েছে। তিন দিন লাগাতার বয়ান করেছেন, দাওয়াত ও তাবলীগের বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের মুরুব্বীগন।
১৪ কিলোমিটার জায়গাজুড়ে তৈরি করা হয়েছে আন্তর্জাতিক সামিয়ানা। অন্তত ছয় মাস আগ থেকে শুরু হয়েছিল প্যান্ডেল ও অজু ইস্তেঞ্জা তৈরির কাজ। মজমা ১ কোটি ৫০লক্ষ ছাড়িয়ে গেছে বলে ভারতীয় গনমাধ্যমে।
আজ বুলন্দ শহরে আখেরী মুনাজাতে ইজতেমা উপলক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্টান বন্ধ ছিল