শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০১:১১ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার, তাবলীগ নিউজ বিডিডটকম | চট্টগ্রামের কাপ্তাইয়ের কাছে তাবলীগের ঢাকার মুরুব্বী মাওলানা ইদ্রিস সাহেবের গাড়িতে আজ দুপুরে হামলা করেছে সন্ত্রাসীরা। এতে তাবলীগ নিউজ এর ষ্টাফ রিপোর্টার মোহাম্মদ সায়েমসহ অন্যরা আহত হন।
তাবলীগের মূলধারার বড়দের মাশোয়ারা মোতাবেক সারা দেশে বড়দের জেলা সফর চলছে। তার ধারাবাহিকতায় খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার জেলার জন্য মাওলানা ইদ্রীস সাহেবে জিম্মাদারিতে সাত জনের এক জামাত মাইক্রোবাস নিয়ে সফর শুরু করেন।
বৃহস্পতিবার খাগড়াছড়ি, শুক্রবার রাঙ্গামাটি জেলা সফর শেষ করে শনিবার সকালে বান্দরবান জেলার উদ্দেশ্যে রওনা করে কাপ্তাই ফেরি পার হয়ে চান্দ গোনা থানা এলাকায় উঠার সাথে সাথে পাকিস্তানপন্থী সন্ত্রাসী ইউনুসের (রাঙ্গামাটির) নেতৃত্বে একদল সন্ত্রাসী গাড়ি রোধ করে হামলা করে গাড়ির গ্লাস ফেঙ্গে ফেলে।
তখন মুলধারার সাথীরা হিম্মতের সাথে গাড়ি থেকে নেমে তাদের প্রতিরোধ করলে ও চিৎকার করলে স্থানীয় লোকজনও মুলধারার সাথীদের সাথে যোগ দিয়ে পাকিস্থানপন্থীদের আটক কর। পরে পুলিশ এসে হাজি ইউনুসকে আটক করে।