রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০১:৪২ অপরাহ্ন
তাবলীগ নিউজ বিডিডটকম | বাংলাদেশের অনলাইন জগতে এক বিরল ঘটনার জন্ম দিল ইসলামী অনলাইন গনমাধ্যম তাবলীগ নিউজ বিডিডটকম। পরিক্ষামূলক সম্প্রচারের মাত্র দেড়মাসের মাথায় পাঠক সংখ্যা আড়াই লক্ষ ছাড়িয়ে গেছে।
ইসলামী অনলাইনতো নয়ই, কোন নিউজ সাইট এত অল্প সময়ে এতো দ্রুত পাঠকপ্রিয়তা সত্যই এক বিস্ময়কর ইতিহাস। এবিষয়ে তাবলীগ নিউজ বিডিডটকম এর বার্তা সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ শাকিল জানান, আমরা আর্দশের গান গাই। বস্তনিষ্ট সংবাদ ও মতামত প্রকাশ করি। মূলধারার কথা বলে তাবলীগ নিউজ। আমরা সত্য সুন্দরের কথা বলি বলেই হয়তো এতো ভালবাসা। যা সত্যই আমাদেরকে সামনে পথ চলায় অনুপ্রাণিত করবে।
পৃথিবীর সব দেশেই তাবলীগ নিউজ বিডিডটকম এর পাঠক আছেন। তবে নিচে বেশি পাঠক দেশগুলোর সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হল। বাংলাদেশে পাঠক সংখ্যা ১লক্ষ ৯৩হাজার ৪শত ৩০জন, ইউনাইটেড স্টেইট (ইউরোপ) ৩১হাজার ৪শত ৬২জন পাঠক। ইন্ডিয়া ৮হাজার ৭শত ১৪জন পাঠক, ওস্টেলিয়ার দেশগুলেতে ৬হাজার ৯শত ৮০ পাঠক, সৌদি ও আরব জাহানে ৬হাজার ৯শত ৬৯জন, আমেরিকা মহাদেশে ৪হাজার ৬শত ৪২জন।