রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৯:১০ অপরাহ্ন
তাবলীগ নিউজ বিডিডটকম | তাবলীগের চলমান সঙ্কট নিরসন দারুল উলুম দেওবন্দের অবস্থান জানতে ১৫ জানুয়ারি ভারতে সফর করার কথা ছিল বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের।
এ বিষয়ে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানা গেছে। ইতোমধ্যেই প্রতিনিধি দলের সদস্যদের তালিকা ভারতীয় দূতাবাসে পাঠানো হয়েছে। আজ আবার ধর্মমন্ত্রণালয় প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে ধর্মমন্ত্রণালয়ের বৈঠকে সফরের তারিখ এক সাপ্তাহ পেছানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের একাধিক সূত্র।
এ বিষয়ে তাবলীগের শীর্ষ মুরুব্বী ও আহলে শুরা সৈয়দ ওয়াসিফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি এর সতত্যা স্বীকার করেন। তিনি জানান, আগামী ২০ জানুয়ারী হয়তো প্রতিনিধিদল ভারতে যাবে। ধর্মপ্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে ধর্মমন্ত্রণালয়ের সভাকক্ষে দেওবন্দ সফরকারী প্রতিনিধি দলের বৈঠকে আজ বিকাল ৩টায় এই সিদ্ধান্ত হয়। এতে সফরের চূড়ান্ত প্রস্তুতি, কর্মসূচি ও কী বিষয়ে প্রশ্ন করা হবে তা নির্ধারণ করা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা রবিউল হক, সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও মাওলানা আশরাফ আলী। এছাড়া ধর্মসচিব মো. আনিসুর রহমান ও এডিশনাল ডিআইজি মো. মনিরুজ্জামানসহ একাধিক গোয়েন্দা সংস্থা ও উচ্চপর্যায়ের সরকারী অফিসারগণ উপস্থিত ছিলেন।