বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৩:০৯ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টার; তাবলীগ নিউজ বিডিডটকম
আজ থেকে ৫৪তম বিশ্ব ইজতেমার ময়দান তৈরীতে মাঠে নামছে তাবলীগের সাথীরা। গত বৃহঃবার ধর্মপ্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর সভাপতিত্বে বৈঠকের সিদ্ধান্ত মুতাবিক শনিবার থেকে ইজতেমা ময়দানে মাঠ তৈরীর কাজ শুরু হওয়ার কথা। তাবলীগের সাথীদের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী ও বিভিন্ন স্তরের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাঠ তৈরীতে তাবলীগের সাথীদের সাথে সরাসরি কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী। বিভিন্ন সূত্রে এমন তথ্যই পাওয়া গেছে।
ধর্মমন্ত্রণালয় ও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গাজীপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, গাজীপুর সিটি কর্পোরেশন সহ নানান সরকারী প্রতিষ্ঠানে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। তবে প্রশাসনের পাশাপাশি তাবলীগের সাথীরাই অভিজ্ঞতার আলোকে ময়দান অল্প সময়ের মাঝে অন্যান্য বারের মত দ্রুত তৈরী করতে আজ-কালের ভিতরেই মাঠে নামছেন।
এ ব্যপারে কাকরাইলের মুরুব্বী মাওলানা আশরাফ আলী সাহেব জানান, মাঠের কাজের জন্য ইতোমধ্যেই আমরা ৬৪জেলার সাথীদের জানিয়ে দিয়েছি। সময় স্বল্পতার কারণে লাখো সাথীর উপস্থিতি ছাড়া ময়দানের পূর্ণাঙ্গ কাজ নিয়ন্ত্রণে আনা কঠিন। ইতোমধ্যে আমরা ইলেক্ট্রিক জামাত, পানির জামাত, মাইকের জামাত, সাপ্লাইয়ের জামাতসহ বিভিন্ন নজমকে প্রস্তুত থাকতে বলেছি।
উল্লেখ্য যে, অন্যান্য বছরে কয়েক মাস আগ থেকেই ময়দান তৈরীর প্রস্তুতি চলতো। প্রতি শুক্রবারে ঢাকার আশপাশের মাদরাসার ছাত্ররাও ময়দানের কাজে তাবলীগের সাথীদের সহযোগিতা করতো। ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে এ বছর যেহেতু মাদরাসার ছাত্ররা মাঠ তৈরীর কাজে অংশ নিবে না, তাই স্বল্প সময়ের ভিতর বিশাল এই আয়োজনকে প্রশাসনের সহযোগিতায় তাবলীগের সাথীদেরই পুরো কাজ আঞ্জাম দিতে হবে।
এ বিষয়ে দারুল উলূম উত্তরার প্রতিষ্ঠাতা মু’আয বিন নূর জানান, সময় কম হলেও সারাদেশের সাথীদের মাঝে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে পুরো মাঠের কাজ পূর্ণাঙ্গরূপে সম্পন্ন করতে ১ সপ্তাহের বেশি সময় লাগবে না, ইনশা আল্লাহ।
কাকরাইল মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও সাভারের দারুল উলূম রাহমানিয়ার মুহতামিম মুফতী আযীমুদ্দীন জানান, আমরা মিরপুরে মাত্র ১দিনে শুধুমাত্র ঢাকার সাথীরা মিলে সুবিশাল মাঠ তৈরী করে দেখিয়েছি, আল্লাহর ফযলে। সে হিসেবে আল্লাহর উপর ভরসা রেখেই বলছি, ইজতেমার মাঠ তৈরী করতে আমাদের খুব বেশি সময়ের প্রয়োজন নেই, ইনশা আল্লাহ। বড়দের নির্দেশ পেলেই সারা দেশের লক্ষাধিক সাথী একসাথে মাঠের কাজে ঝাঁপিয়ে পড়বে।