বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৩:১৮ অপরাহ্ন
নিযামুদ্দীন থেকে; আহমাদ মামুন। তাবলীগ নিউজ বিডিডটকম
আসন্ন বাংলাদেশের বিশ্ব ইজতেমাকে সামনে রেখে মাওলানা সাদ কান্ধলভীর পরিচালনাধীন আলমী মারকায নিযামুদ্দীন থেকে উলামায়ে কেরামের একটি বড় জামাত শীঘ্রই বাংলাদেশে আসছে। ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশের মুরুব্বীদের সফরের পরপরই তারা ইজতেমাপূর্ব মেহনতের জন্য বাংলাদেশে আসছেন। ইতোমধ্যে অনেকেই ভিসা প্রসেসিং শুরু করেছেন। ২৫জন শীর্ষ উলামায়ে কেরামের জামাতের বাহিরেও থাকবেন দারুল উলূম দেওবন্দ, মাজাহিরুল উলূম সাহারানপুর, নদওয়াতুল উলামা লখনৌ, শাহী মুরাদাবাদ ও কান্ধলার উলামা মাশায়েখগণ। অপরদিকে এখনো কথিত আলমী শূরার কোন মুরুব্বীর বাংলাদেশে আসার তথ্য নিশ্চিত হয়নি।
নিযামুদ্দীন আলমী মারকাযের জামাতে যারা থাকতে পারেন বলে জানা যাচ্ছে তারা হলেনঃ
১. মুফতি শওকত সাহেব হাফিযাহুল্লাহ
২. হজরত মিয়াজি আজমত সাহেব হাফিযাহুল্লাহ।
৩. মাওলানা ইয়াকুব সাহেব হাফিযাহুল্লাহ
৪. শায়েখ ইউসুফ সাহেব হাফিযাহুল্লাহ , শ্রীলংকা
৫. মুফতি আব্দুল সাওার হাফিযাহুল্লাহ
৬. শায়েখ আলাউদ্দিন হাফিযাহুল্লাহ ,মেওয়াত
৭. শায়েখ ইলিয়াস বাড়াবাংকি হাফিযাহুল্লাহ
৮. মাওলানা ইউসুফ বিন সাদ হাফিযাহুমাল্লাহ
৯. মাওলানা গাজাইল সাব হাফিযাহুল্লাহ
১০. মাওলানা শামসুর রহমান হাফিযাহুল্লাহ
১১. মাওলানা আব্দুল হান্নান সাহেব হাফিযাহুল্লাহ
১২. শাইখুল হাদিস আব্দুর রশীদ হাফিযাহুল্লাহ
১৩. মুফতি আব্দুর রহীম হাফিযাহুল্লাহ
১৪. মাওলানা নাফিস সাহেব হাফিযাহুল্লাহ
১৫. বিশ্ব বিখ্যাত আলেম ইউসুফ সালানি রহ এর সন্তান মাও ইয়াকুব হাফিযাহুল্লাহ
১৬. মাওলানা জামশিদ হাফিযাহুল্লাহ
১৭. মুফতি শরিফ হাফিযাহুল্লাহ
১৮. হজরত মিয়াজি মাওলানা ফুল হাফিযাহুল্লাহ মেওয়াত
১৯. মুফতি শামিম সাহেব হাফিযাহুল্লাহ
২০. মাওলানা যুয়ারুল হাসান সাহেব হাফিযাহুল্লাহ
২১. মাওলানা আসাদুল্লাহ সাহেব হাফিযাহুল্লাহ
২২. মাওলানা যুহাইরুল হাসান বিন মাওলানা জুবায়েরুল হাসান রাহিমাহুল্লাহ
২৩. প্রফেসর আব্দুল আলিম হাফিযাহুল্লাহ