রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ১০:০১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:তাবলীগ নিউজ বিডিডটকম | আজ ৩০ শে জানুয়ারি ফিলিপাইন তাবলীগের চিল্লার জামাতের উপর মসজিদের ভিতরে খ্রিস্টানরা হামলা করে। এই হামলায় দুই তাবলীগের সাথী শহীদ হন আরো তিনজন সাথী গুরুতর আহত অবস্থায় মেডিকেলে ভর্তি করা হয়েছে।
পুরো জামাত নিজামউদ্দিন মার্কাজের অনুসারী ছিল। ফিলিপাইনে নিজামুদ্দিনের তত্বাবধানে ইজতেমায় হয় প্রায় সাড়ে তিন লক্ষ সাথী জমা হয়েছিল। নিজামুদ্দিন বিশ্ব মারকাজের মাওলানা শামীম সাহেব দোয়া ও আখেরী মোনাজাত করেন। তাবলীগের ইতিহাসে এই প্রথম কাফেররা সরাসরি হামলা করে শহীদ করলো মুবাল্লীগদের।
বিস্তারিত ভিডিওসহ আসছে…