বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৩:২৫ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টার তাবলীগ নিউজ বিডিডটকম | আজ কাকরাইল মারকাজ মসজিদে আজ জুমার নামাজে মুসল্লিদের ঢল ছিল। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা আনাস বিন মোজাম্মেল হক।
সকাল সাতটা থেকে নিজামউদ্দিনের অনুসারী মুলধারা সাথিদের উপস্থিতিতে কাকরাইল মারকাজ মসজিদ মুখরিত হতে থাকে। বিশ্ব ইজতেমাকে সামনে রেখে শত শত মূলধারার সাথীরা বিছানা সহকারে ১৫ দিন ও সাত দিনের জন্য তরতিবে আসা শুরু করেন। সাথে সাথে মাসতুরাত সহ নজমে সাথী আসা শুরু করেন।
প্রত্যেক নজমে প্রয়োজনের অতিরিক্ত সাথীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এক নম্বর খিত্তার কাকরাইল মসজিদে আজকে ২৪ ঘন্টার পাহারা এক নম্বর খিত্তার সাথী ভাই শাহজাহান দারোগা জানান আজকের ২৪ঘন্টার জন্য তাদের খিত্তা থেকে প্রায় ৪ থেকে সাড়ে ৪ শত সাথী শরিক হয়েছেন। সকাল থেকে প্রচুর পরিমাণ বিদেশী মেহমানর উপস্থিতি লক্ষ্য করা যায়।