মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৮:৪৬ অপরাহ্ন
মাওলানা বিন ইয়ামিন |তাবলীগ নিউজ বিডিডটকম |
বাংলাদেশ তাবলীগ জামাতের প্রাণকেন্দ্র ঢাকার কাকরাইল মসজিদ আসন্ন বিশ্ব ইজতেমাকে সামনে রেখে মূলধারার তাবলীগ সাথীদের পদচারণায় মুখর। দীর্ঘদিন পর আবার পূর্বের সেই প্রাণবন্ত পরিবেশ ফিরে এসেছে। তিন তলা পর্যন্ত মুবাল্লিগদের উপচেপড়া ভীড়। আবার আগের ন্যায় তাবলীগের সাথীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে।
গতকাল ২রা ফেব্রুয়ারী শুক্রবার বাদ ফজর থেকে কাকরাইলে নিয়মিত মূলধারার তাবলীগ সাথীদের আমল শুরু হয়েছে। তাবলীগ জামাত বাংলাদেশের মূলকেন্দ্র কাকরাইল মসজিদ এখন সম্পুর্ণ নিজামুদ্দীন অনুসারী তাবলীগের মূলধারার আহলেশুরাদের নিয়ন্ত্রণেই আছে।
গতকাল সকাল ৮:৩০ মিনিটে তাবলীগ জামাত বাংলাদেশের মূলধারার সেন্ট্রাল মাশওয়ারা কাকরাইলের মাশওয়ারার কামরায় অনুষ্ঠিত হয়। এ সপ্তাহের ফায়সাল থাকবেন, বর্ষীয়ান আলেমে দ্বীন, কাকরাইলের সবচেয়ে প্রবীণ শূরা খান শাহাবুদ্দীন নাসিম সাহেব দা.বা।
গত শুক্রবার থেকে পূর্বের ন্যায় শত বছরের তাবলীগের ঐতিহ্য অনুযায়ী দিল্লীর নিজামুদ্দিন মাকার্জের মনোনীত শুরাদের অধীনে কাকরাইল মসজিদের সকল নজম পরিচালিত হচ্ছে। এতে করে মূলধারার তাবলীগের সাথীরা আবার পূর্বের ন্যায় কাকরাইলে জোড়তে শুরু করেছেন। বিশ্ব ইজতেমাকে সামনে রেখে সাথীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে। পুরানো সাথীরা আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য দলে দলে জামাত নিয়ে কাকরাইল মসজিদে আবার আসছেন। প্রসাশনের সিদ্ধান্তের আলোকে লাগাতার নিজামুদ্দিনের অনুসারী তাবলীগ শুরাদের অধিনে কাকরাইলের সকল আমল চলবে।
আজ সরেজমিনে গিয়ে নিজামুদ্দিনের অনুসারী তাবলীগের মুরুব্বী ছাড়া শুরাপন্থীদের কাউকে দেখা যায় নি। তাশকিলসহ সকল নজমে চিরচেনা তাবলীগের পুরানো সাথী ও কাকরাইলের জিম্মাদার সাথীদের কাজ করতে দেখা যায়।
আজ বাদ ফজর মসজিদভরা বিশাল মজমায় কথা বলেন, তাবলীগ জামাতের মুরুব্বি মাওলানা মোশাররফ হোসেন । এভাবে কাকরাইলের সকল নজম ঘুরে দেখা যায়, সকল শাখাতেই নিজামুদ্দিন অনুসারী আলেমদের তত্বাবধানেই সকল আমল চলছে। সারাদেশ থেকে বিভিন্ন নজমের জন্য গত বৃহস্পতিবার উলামাদের জোড় থেকে শতাধিক সাথী কাকরাইলের জন্য তাশকিল হন। তারা খুব আন্তরিকতার সাথে কাকরাইলে কাজ করছেন। এছাড়া নিজামুদ্দিন অনুসারী কাকরাইলের পুরানো সাথী, ঢাকা শহরের জিম্মাদার সাথীগণ ছাড়াও নিয়মিত কাকরাইলের আহলে শুরা ও মুকিমিন উলামায়ে কেরামের জামাত কাজ করছে।
এবিষয়ে কাকরাইল মসজিদের ইমাম মুফতী আজিমুদ্দীন তাবলীগ নিউজবিডি কে জানান, বিশ্ব ইজতেমাকে সামনে রেখে আমরা সারাদেশে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছি। সে হিসাবে কাকরাইল মসজিদেও চলছে ব্যাপক প্রস্তুতি। মুবাল্লীগ উলামায়ে কেরাম ৬৪জেলাতে সফর করছেন। বিশ্ব ইজতেমার মেহনতকে সামনে রেখে ঢাকার সাথীরা ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন। ময়দানের কাজের জন্য ঢাকা শহরের তিন চিল্লা, এক চিল্লা ও তিনদিনের সাথী মিলে ৮লক্ষ লোক যাবে ইনশাআল্লাহ।