শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৯:৪১ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টার, তাবলীগ নিউজ বিডিডটকম | তাবলীগের আসন্ন বিশ্ব ইজতেমা সম্পন্ন করতে এবছর পাকিস্তান আলমী শূরাপন্থী গোজরাটের দুই বিদ্রোহী মুরুব্বী মাওলানা আহমদ লাট ও মাওলানা ইব্রাহীম দেওলা বিশ্ব ইজতেমায় আসছেন না।
আগামী ১৫,১৬,১৭ ফেব্রুয়ারী টঙ্গীর তুরাগ ময়দানে ৫৪তম বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারন করা হয়েছে। অনন্য বছর ইজতেমার মাঠে তাবলীগের বিশ্ব আমীর মাওলানা সাদ কান্ধলভী মূল বয়ান, হেদায়তী কথা ও দোয়া করতেন। গতবছর তার বিরোধীতায় হেফাজতে ইসলাম ও বেফাক নেতারা মাঠে নামলে তিনি বিশ্ব ইজতেমায় যেতে পারেন নি।
এবছর তৃতীয়পক্ষকে বাদ দিয়ে তাবলীগের বিবাদমান দুই পক্ষ একত্রে বিশ্ব ইজতেমা করার সিদ্ধান্ত হয়। পরে ধর্মমন্ত্রনালয়ের এক বৈঠকে উভয় পক্ষের মুরুব্বীরা সিদ্ধান্ত নেন, যদি মাওলানা সাদ কান্ধলভী এবছর ইজতেমায় আসতে অপারগতা প্রকাশ করেন, তাহলে তাবলীগের বিশ্ব মারকাজ ভারতের দিল্লীর নিজামুদ্দিন থেকে বের হয়ে যাওয়া দুই মুরুব্বী মাওলানা আহমদ লাট ও ইবরাহীম দেওলাও আসন্ন বিশ্ব ইজতেমায় আসতে পারবেন না।