শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০১:১৪ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার; তাবলীগ নিউজ বিডিডটকম আসন্ন বিশ্ব ইজতেমাকে সামনে রেখে তাবলীগ জামাতে মুবাল্লীগ উলামায়ে কেরামের পদচারণায় মূখরিত কাকরাইল মারকাজ । কাকরাইলের আহলে শূরা মাওলানা মোশাররফ হোসাইন সহ তাবলীগের সাথে সংশ্লিষ্ট উলামায়ে কেরাম বিশ্ব ইজতেমাকে সফল করতে কাকরাইলের তত্বাবধানে দেশব্যপী ব্যপক সফর করছেন।
শুরু হচ্ছে জেলা সফর। ৬৪ জেলার সফরে যারা কাকরাইলের বড়তমান নযমের তত্বাবধাবনে অংশগ্রহণ করছেন তারা হলেনঃ মাদরাসা মুঈনুল ইসলাম বারিধারার মুহতামিম মুফতী আতাউর রহমান, কাকরাইলের আহলে শূরা ও বর্ষীয়ান আলেমে দ্বীন মাওলানা মোশাররফ হোসাইন, তাবলীগের শীর্ষ মুরুব্বী মাওলানা আশরাফ আলী, কাকরাইল মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা মুনীর বিন ইউসুফ, মারকাযে ঊলূম আশ শারিয়ার মুহতামিম ও তাহযীব ফাউণ্ডেশনের চেয়ারম্যান মাওলানা জিয়া বিন কাসিম।
কাকরাইল মসজিদের খতিব মাওলানা আনাস বিন মোজাম্মিল, মাদরাসাতুস সুফফার মুহতামিম মুফতি শফিউল্লাহ, সাভার দারুল উলূম রাহমানিয়ার মুহতামিম মুফতী আযীমুদ্দীন, মাদরাসা তা’লীমুল কুরআন টঙ্গীর মুহতামিম মুফতি ফয়সাল, কাকরাইল মাদরাসার সাবেক উস্তাদ মাওলানা সাইফুল্লাহ বিন্নূরী, বিশিষ্ট লেখক মাওলানা মুনীর বিন শাকিম, মাদরাসাতুল হুদা আল আরাবিয়া যাত্রাবাড়ির মাওলানা সানাউল্লাহ।
জামেয়া মোবারকীয়া ও কাশিফুল উলুম হবিগঞ্জের মুহতামিম মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ, দারুল উলূম উত্তরার প্রতিষ্ঠাতা মাওলানা মু’আয বিন নূর, উত্তরা বাইতুস সালাম মাদরাসার সাবেক উস্তাদ মুফতী শামসুদ্দীন, মাদরাসা আরাবিয়্যার মুহতামিম মুফতী মীযানুর রহমান, মাওলানা আব্দুল্লাহ মনসুর কাসেমী সাহেব, মুফতী ফয়জুর রহমান সাহেব, মুফতি আসাদুল্লাহ সাহেব, মাওলানা আব্দুল আজিজ সাহেব, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতী নূরুল ইসলাম কাসেমী, মুফতি মাসউদুল করিম, মাওলানা জাকির হুসাইন, মাওলানা আবুল হাসান সাহেব, মাওলানা জাবেদ আহমদসহ শতাধিক উলামায়ে কেরাম।
এবিষয়ে কাকরাইল মসজিদের খতিব মাওলানা আনাস বিন মুজাম্মিল জানসন, তাবলীগের কাজ সব সময়ই আহলে হক উলামায়ে কেরামের মাধ্যমেই পরিচালিত হয়ে আসছে। তাবলীগের সাথে জড়িত গোটি কয়েকজন ছাড়া অধিকাংশ মুবাল্লীগ আলেমই মূলধারার সাথেই আছেন। বাংলাদেশে দেওবন্দি আলেমদের তত্বাবধানেই তাবলীগের কাজ নিজামুদ্দিন মারকাজের পরামর্শে পরিচালিত হচ্ছে। হাজার হাজার আলেম মূলধারার সাথে থাকার পরে কিছু মানুষ অপপ্রচার দুঃখজনক। সামনে বিশ্ব ইজতেমাকে সামনে রেখে এখন সারাদেশের মুবাল্লীগ আলেমরা কাকরাইলের আমলে জুড়তে শুরু করেছেন দেখে ভাল লাগছে।