সোমবার, ০১ মার্চ ২০২১, ০১:০২ পূর্বাহ্ন
দিল্লী প্রতিনিধি, তাবলীগ নিউজ বিডিডটকম|
তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বীদের অন্যতম মাওলানা শামিম সাহেব অসুস্থ। হঠাৎ করে শ্বাসকষ্ট ও হার্টের সমস্যার কারণে থাকে তাকে দিল্লীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাওলানা শামিম দিল্লীর নিজামুদ্দিন মারকাজের অন্যতম মুকিম। তিনি সারা দুনিয়াতে নিয়মিত সফর করেন। দেশে দেশে বিভিন্ন জোড় ও ইজতেমায় নিয়মিত বয়ান করেন। তিনি হযরত মাওলানা ইউসুফ রহ এর আমল থেকে দাওয়াত ও তাবলীগের কাজে জড়িত।
তার সুস্থতা কামনা করে সকলের দোয়া চাওয়া হয়েছে।