শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০১:২৮ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টারঃ তাবলীগ নিউজ বিডিডটকম
অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুই পর্বেই হচ্ছে আসন্ন বিশ্ব ইজতেমা। পাকিস্থানী আলমী শুরাপন্থীরা ইজতেমা পরিচালনা করবেন ১৫ ও ১৬ ফেব্রুয়ারী আর তাবলীগের মূলধারার মুসল্লীরা ইজতেমা করবেন ১৭ ও ১৮ই ফেব্রুয়ারী।
আলাদা আলাদা ইজতেমা হওয়ায় জায়গা সংকুলানসহ যাবতীয় জটিলতা আপাতত সমাধান হল। একই সাথে বিবাদমান দু’পক্ষের বিশ্ব ইজতেমা নিয়ে দেশজুড়ে ছিল চরম উৎকন্ঠা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বারবার একত্রে বিশ্ব ইজতেমা করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় প্রকাশ করলেও তাবলীগের মুরুব্বীরা বলে আসছিলেন, নিজামুদ্দিন বিশ্ব মারকাজের মুরুব্বীদের একক নিয়ন্ত্রণ ছাড়া বিশ্ব ইজতেমা করলে বিশ্বব্যাপি তাবলীগের কাজ ক্ষতিগ্রস্ত হবে। বিদেশী মুসল্লীরা বিশ্ব মারকাজ ও বিশ্ব আমীর ছাড়া ব্যপকভাবে ইজতেমায় অংশ গ্রহন করবে না। এতে করে মূলত বাংলাদেশ ও সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে আর বাংলাদেশ থেকে বিশ্ব ইজতেমার ক্ষমতা ও মর্যাদা খর্ব হওয়াসহ ঐতিহ্য বিনষ্ট হতে পারে।
আজ বেলা ৩টায় ধর্মমন্ত্রণালয়ের সভাক্ষকে ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে এক বৈঠকে দুই পর্বে আলাদা বিশ্ব ইজতেমার সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় কাকরাইলের আহলে শূরা তাবলীগের শীর্ষ মুরুব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম, খান শাহাবুদ্দীন নাসিম, মাওলানা জুবায়ের ও মাওলানা উমর ফারুক উপস্থিত ছিলেন। বৈঠকে হেফাজতসহ তৃতীয়পক্ষের কোন মুরুব্বী আজ উপস্থিত ছিলেন না।