রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৮:৪৩ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টার; তাবলীগ নিউজ বিডিডটকম
আসন্ন বিশ্ব ইজতেমাকে সামনে রেখে তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বীরা আজ থেকে সারা দেশে সফর শুরু করেছেন। তারা বিভাগ ও জেলাভিত্তিক তাবলীগের সাথীদের নিয়ে মজমা করে বিশ্ব ইজতেমায় নিয়ে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন। এ ছাড়া ইজতেমার আল্লাহর রাস্তায় সফরের জন্য জেলাভিত্তিক সাথীদেরকে ঢাকায় টঙ্গী ময়দানে আসার জন্য তৈরী থাকতে বলেছেন।
কাকরাইলের আহলে শূরা মাওলানা মোশাররফ হোসাইন, প্রফেসার ইউনুস শিকদার সহ তাবলীগের শীর্ষ মুরুব্বী ও সংশ্লিষ্ট উলামায়ে কেরাম আজ থেকেই একযোগে শুরু করছেন জেলা সফর।
৬৪ জেলার সফরে কাকরাইলের উলামায়ে কেরামের সাথে ঢাকার বিভিন্ন হালকার জিম্মাদার সাথীগন অংশ নিচ্ছেন। উলামায়ে কেরামের মধ্যে যারা অংশ নিচ্ছেন, মাদরাসা মুঈনুল ইসলাম বারিধারার মুহতামিম মুফতী আতাউর রহমান, কাকরাইলের আহলে শূরা ও বর্ষীয়ান আলেমে দ্বীন মাওলানা মোশাররফ হোসাইন, তাবলীগের শীর্ষ মুরুব্বী মাওলানা আশরাফ আলী, কাকরাইল মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা মুনীর বিন ইউসুফ, মাওলানা আব্দুল্লাহ মনসুর, মারকাযে ঊলূম আশ শারিয়ার মুহতামিম ও তাহযীব ফাউণ্ডেশনের চেয়ারম্যান মাওলানা জিয়া বিন কাসিম, মাদরাসাতুস সুফফার মুহতামিম মুফতি শফিউল্লাহ, কাকরাইল মসজিদের খতিব মুফতী আনাস বিন মুজাম্মিল, সাভার দারুল উলূম রাহমানিয়ার মুহতামিম মুফতী আযীমুদ্দীন, মাদরাসা তা’লীমুল কুরআন টঙ্গীর মুহতামিম মুফতি ফয়সাল, কাকরাইল মাদরাসার সাবেক উস্তাদ মাওলানা সাইফুল্লাহ বিন্নূরী, বিশিষ্ট লেখক মাওলানা মুনীর বিন শাকিম, মাদরাসাতুল হুদা আল আরাবিয়া যাত্রাবাড়ির মাওলানা সানাউল্লাহ, মাদরাসায়ে কাশিফুল উলুম ও জামেয়া মুবারকীয়া হবিগঞ্জ এর মুহতামিম মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ, দারুল উলূম উত্তরার প্রতিষ্ঠাতা মাওলানা মু’আয বিন নূর, উত্তরা বাইতুস সালাম মাদরাসার সাবেক উস্তাদ মুফতী শামসুদ্দীন, দারুর রাশাদ ঢাকার উস্তাদ মাওলানা ইদ্রিস, মাদরাসা আরাবিয়্যার মুহতামিম মুফতী মীযানুর রহমান, মুফতী ফয়জুর রহমান সাহেব, মুফতি আসাদুল্লাহ সাহেব, মাওলানা আব্দুল আজিজ সাহেব, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতী নূরুল ইসলাম কাসেমী, মুফতি মাসউদুল করিম, মাওলানা জাকির হুসাইন, মাওলানা আবুল হাসান সাহেব, মাওলানা জাবেদ আহমদসহ শতাধিক উলামায়ে কেরাম।