সোমবার, ০৮ মার্চ ২০২১, ০২:৩৪ অপরাহ্ন
ইজতেমা প্রতিনিধি; তাবলীগ নিউজ বিডিডটকম
ঢাকা জেলা রেলওয়ে পুলিশের এসপি মোহাম্মদ মহিউল ইসলাম জানান, ইজতেমা উপলক্ষে ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত ১৭টি ক্রসিংয়ে রেলওয়ে পুলিশ নিরাপত্তা ও রাস্তা পারাপারে পথচারীদের সহায়তা করবে। টঙ্গী রেলওয়ে জংশনে একটি রেলওয়ে পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। রেলওয়ে মোবাইল কোর্ট, একটি মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি মোতায়েন থাকবে। প্রায় দেড়শ রেলওয়ে পুলিশ ওই এলাকায় মলমপার্টি, ছিনতাইকারী টহল দেয়া ছাড়াও মুসল্লি যাত্রীদের ট্রেনে ওঠানামায় সহায়তা করবে।
টঙ্গী রেলওয়ে জংশনের মাস্টার হালিম উজ্জামান জানান, ইজতেমা উপলক্ষে ১৬-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সকল ট্রেন এবং ১৯ ফেব্রুয়ারি কিছু ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করবে। মোনাজাতের দিন ১১ জোড়া বিশেষ ট্রেনসহ ইজতেমায় ১২০টি ট্রেন টঙ্গিতে যাত্রাবিরতি করবে।