সোমবার, ০৮ মার্চ ২০২১, ০২:৩৬ অপরাহ্ন
গাজিপুর প্রতিনিধি, তাবলীগ নিউজ বিডিডটকম |
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রাত ৯টার পর এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসন। এর আগে রোববার সকাল থেকে ইজতেমায় অংশ নিয়েছে মূলধারা লাখ লাখ মুসল্লী।
তাবলীগের আহলে শূরা সৈয়দ ওয়াসিফুল ইসলামও গতকাল রাতে আগামী কাল আখেরী মোনাজাত হবে বলে নিশ্চিত করেন।
১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার বাদ ফজর , নিজামুদ্দীনের মুরুব্বী ইকবাল হাফিজ সাহেব। তরজমা: মুফতী উসাম ইসলাম, কাকরাইল মসজিদ।
হেদায়েতের কথা মাওলানা শামিম সাহেব শীর্ষ মুরুব্বি নিজামুদ্দিনের মারকাজ দিল্লী ভারত। তরজমা করবেন, মাওলানা আশরাফ আলী সাহেব, শীর্ষ মুরুব্বি কাকরাইল মসজিদ।
আখেরী মোনাজাত করবেন, মাওলানা শামিম সাহেব, নিজামুদ্দিন মারকাজ দিল্লী ভারতের শীর্ষ মুরুব্বি।