সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৩:৩৫ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টার| তাবলীগ নিউজ বিডিডটকম
গত বুধবার কর্নাটক আলমী ইজতেমা থেকে দিল্লী ফিরেই জোহরের নামাযের পরে হযরতজী মাওলানা সাদ কান্ধালভী হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেবকে দিল্লী মেট্রো হসপিটালে দেখতে গিয়েছিলেন ৷ গত এক সাপ্তাহ যাবত মাওলানা আরশাদ মাদানী মারাত্মক অসুস্থ হয়ে দিল্লীর মেট্টো হাসপাতালে চিকিৎসাধীন।
মাওলানা মাদানী, মাওলানা সাদ সাহেব আসাতে শুকরিয়া আদায় করে বলেন ,আপনি কেন তাশরীফ নিয়ে এলেন, আপনিতো আমার চেয়ে বেশি কর্মব্যস্থ থাকেন, আপনি শুধু দুআ করলেই আমি অমেক উপকৃত হতাম।
এসময় হযরতজী বলেন, আপনিতো আমাদের মাথার আকাবির৷ আপনাকে দেখার জন্য হাজির হওয়া আমার জন্য পরম সৌভাগ্যের কারণ ৷
দুনো হযরাত একে অপরের জন্য তখন দুআ করলেন ৷
এসম মাওলানা সাদ কান্ধালভীর সাথে দুই সাহেবযাদা মাওলানা ইউসুফ ও মুফতী সাঈদ, মাওলানা আব্দুর রহীম, মাওলানা আব্দুল আলীম বলিয়াভী উপস্থিত ছিলেন ৷
হসপিটালে মাওলানা মাদানীর সাহেবযাদা আযহাদ মাদানী, হুসায়ন মাদানী মাওলানা সাদ সাহেবকে ইস্তেকবাল করেন এবং গাড়ি পর্যন্ত এগিয়ে এসে বিদায় জানান।