শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৪:০৯ অপরাহ্ন
পিরোজপুর জেলা প্রতিনিধি | তাবলীগ নিউজ বিডিডটকম
আজ রোববার পিরোজপুরে তিনদিন ব্যাপি জেলা ইজতেমা শেষ হয়েছে। দুপুর ১২ টায় কাকরাইলের শীর্ষ মুরুব্বী মাওলানা মুনির বিন ইউছুফের দোয়ার মধ্য দিয়ে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ইজতেমার সমাপ্তি ঘটেছে।
দোয়ার পূর্বে আল্লাহর রাস্তায় বের হওয়া জামাতের উদ্দেশ্যে দীর্ঘ হেদায়েতের কথা বলেন কাকরাইলে প্রবীণ আহলেশূরা প্রফেসর ইউনুস সিকদার সাহেব। ফিরোজপুর জেলা ইজতেমা থেকে চিল্লা, ৩চিল্লা ও বিদেশ সফর সহ মোট ৭৪ জামাত আল্লাহর রাস্তায় বের হয়েছে।
পিরোজপুর ইজতেমায় কাকরাইল মসজিদের মুরুবৃবীগন তিনদিন গুরুত্বপূূর্ণ বয়ান করেন। তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী ও আহলে শূরা প্রফেসর ইউনুস সিকদারের জিম্মাদারিতে পিরোজপুর জেলা ইজতেমায় কাকরাইলের মুরুব্বীদের একটি জামাত তিনদিন অবস্থান করে বিভিন্ন বয়ান ও মোজাকারা করেন। পিরোজপুর জেলা ইজতেমায় আরো যারা বয়ান করেন, মাওলানা আশরাফ আলী , মাওলানা মুনির বিন ইউছুফ ,
মুফতি ওসামা ইসলাম, ভাই মোজাম্মেল হক, মোহাম্মদ ফয়জুল আবেদীন রাসেল, রুহুল আমীন প্রমূখ। .