রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১১:০১ অপরাহ্ন
হাটহাজারী মাদরাসা প্রতিনিধি: তাবলীগ নিউজ বিডিডটকম |
বাংলাদেশের উম্মুল মাদারিস খ্যাত চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। হাটহাজারী মাদ্রাসার ‘ নুর মঞ্জিল’ ছাত্রাবাসের দ্বীতিয় তলায় এ আগুন লাগে বলে জানা গেছে। তবে কোনো ক্ষয় ক্ষতি ছাড়াই ছাত্রদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রত্যক্ষদর্শী আহমদ রফিক নামে এক ছাত্র জানায়; “ নুর মঞ্জিল” ছাত্রাবাসের দ্বীতিয় তলায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার গতকাল রাত১০টা ৩০মিনিটে বিস্ফোরন ঘটে। তখন কয়েকটি রুমে ও বারান্দায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে।
গ্যাস সিলেন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় তবে মাদারাসার ছাত্রদের ব্যাপক প্রচেষ্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে এসেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে হাজির হন। তখন তাড়াহুরা ও আগুন নিভাতে গিয়ে ছাত্রাবাসের অনেক ছাত্র আহত হন।