সোমবার, ০১ মার্চ ২০২১, ০৫:৫৩ পূর্বাহ্ন
কুমিল্লা প্রতিনিধি, তাবলীগ নিউজ বিডিডটকম
কুমিল্লার মুফতি মুস্তাক্বুন্নবীর মিথ্যাচারকে চ্যালেঞ্জ করে তিন দিনের সময় বেঁধে দিলেন কুমিল্লার আরেক বিদগ্ধ আলেমেদ্বীন মুফতী ইয়াহিয়া মাহমুদ কাসেমী।
দেওবন্দের মেধাবী কৃতি সন্তান মুফতী ইয়াহিয়া মাহমুদ তার ভেরিফাইড ফেসবুকে লিখেন, ” মুফতী মুশতাকুন্নবী তার এক বয়ানে আল্লাহ পাকের কসম করে বলেছেন যে, মাওঃ সা’দ সাহেবকে ইয়াহুদীরা টাকা দিয়ে ক্রয় করে নিয়েছে।”
উনার এই দাবীর স্বপক্ষে উনাকে তিন দিনের ভিতরে অকাট্য প্রমান দেখাতে হবে, অন্যথয় তিনি সারা বিশ্বে একজন প্রচন্ড মিথ্যাবাদী বলে সাব্যস্ত হবে ।
তিনি আরো লিখেন, আর মাওলানা সা’দ সাহেব কে উনি “সা’দ! তুমি ইয়াহুদীদের দালাল। তুমি গোমরাহ।” এমন অশালীন ভাষা ব্যবহার করছে। অথচ দারুল উলুম দেওবন্দ যত বার উনার নাম উল্লেখ করেছে ততবার মাওলানা সা’দ সাল্লামাহু তায়া’লা বলে সম্বোধন করেছেন। তাহলে মুস্তাক্বুন্নবী সাহেব এবং তার ভক্তবৃন্দরা এতটুকু শালীনতা এবং ভদ্রতা কি দারুল উলুম দেওবন্দ থেকে শিখবেনা ?