বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯, ১১:১২ পূর্বাহ্ন
জেলা প্রতিনিধি| গতকাল রাত থেকে প্রচন্ড বাঁধার মূখেই মৌলভীবাজার জেলা তাবলীগের ইজতেমা চলছে। আলেমদের স্থামীয় কিছু সংগঠনের ইজতেমা বিরোধী সভা মিছিলের কারনে প্রসাশন তাবলীগ সাথীদেরকে বারবার ইজতেমা শেষ করতক চাপ দিচ্ছে। পুলিশ ও কিছু রাজনৈতিক আলেমদের নানান বাঁধার মধ্যেই ইজতেমাতে হাজার হাজার মুসল্লী ময়দানে প্রবেশ করছে। পুরো ইজতেমার ময়দানে হাজার হাজার সাথী আমলের মধ্যে আছে। কী অপরাধ তাদের? আমল করা কি কোন অন্যায়? এমন প্রশ্ন হাজার হাজার মুসল্লীর।