শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০১:০৯ অপরাহ্ন
সাইমুম সাদী
জানতে পারলাম প্রশ্ন ফাসের কারণে বেফাক ও হাইয়াতুল উলিয়ার কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এই নিউজটি লজ্জার।
এই নিউজটি অপমানের।
এই নিউজটি মাথা হেট হয়ে যাওয়ার।
যিনি বা যারা এই কাজ করেছেন তিনি বা তারা যত জলিলুল কদর হোন তাদেরকে চিহ্নিত করা হোক।
কওমি মাদ্রাসার ছাত্ররা কখনও নকলবাজীতে অভ্যস্ত না বা এমন চিন্তাও করেনা। এটাই চলে আসছে দিনের পর দিন। যুগের পর যুগ ধরে।
তাহলে এই কুকর্ম করতে গেলেন যিনি তিনি বেফাকের বা হাইয়ার কোন পর্যায়ের আকাবির একটু জানা দরকার৷ আমাদেরকে এভাবে নিচে নামিয়ে দেওয়ার অধিকার তার নেই।
এই ঘটনার পক্ষপাতিত্ব মুক্ত তদন্ত চাই। বেফাক ও হাইয়াকে ইঁদুর মুক্ত দেখতে চাই। ফেসবুক থেক নেয়া