রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৫:৫৫ পূর্বাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি তাবলীগ নিউজ বিডিডটকম
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় তাবলীগ জামাতের সাথীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন।
সোমবার তারাবি নামাজের পর শ্রীনগর উপজেলার হাঁসাড়া স্কুলগেট এলাকার জামে মসজিদে এঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওমর ফারুক নামে তাবলীগের এক সাথীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রাতেই শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, নিজামুদ্দিন মারকাজের অনুসারী ঢাকা থেকে শ্রীনগরে জামাত নিয়ে আসেন। হাসাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আইয়ূব খানের আমন্ত্রণে জামাতটি হাসাঁড়া স্কুল গেট বাসস্ট্যান্ড মসজিদে দাওয়াতের জন্য অবস্থান নেয়। তাদেরকে সঙ্গ দেয়ার জন্য সোমবার তারাবির নামাজের আগে উপজেলা তাবলীগের কয়েকজন সাথী সাদের সঙ্গে যোগ দেয়।
তারাবি নামাজের পর মসজিদের ক্যাশিয়ার সা’দবিরোধী কয়েকজনকে খবর দিয়ে নিয়ে আসে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে গোলাম মোস্তফা, শাহ আলম, দ্বীন মোহাম্মদ, মো. হারুন ও রিপনের নেতৃত্বে মাদ্রাসাছাত্রদের নিয়ে সা’দপন্থীদের ওপর হামলা চালায়।
এসময় সা’দপন্থীদের মধ্যে মো. ওমর ফারুক, মো. আবদুল হাই, মো. জুয়েল, পারভেজ হোসেন ইমরানসহ ৫ জন আহত হয়।
শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, কাউকেই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।