রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০২:২৭ অপরাহ্ন
রাব্বি ইসলাম, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে সর্বপ্রথম তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ইজতেমা। আগামী ১৩, ১৪ ও ১৫ই জুন (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিত হবে এ ইজতেমা। এ উপলক্ষে রোববার ৯ জুন ইজতেমা ভেন্যু উপজেলার কুতুব বাজারের পশ্চিম পার্শ্বের কান্ঠালিয়া (ইজতেমা) মাঠ পরিদর্শন করে আনুষ্ঠানিকভাবে ইজতেমা কার্যক্রমের উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এম.পি।
সে সময় পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম শিপলু, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানসহ তবলীগ জামায়াতের শতাধিক মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে এম.পি একাব্বর হোসেন ও পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন ইজতেমা সমাপ্ত হওয়া পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ সকল ধরণের সহযোগিতা করার ঘোষণা দেন। পরে মোনাজাতের মাধ্যমে উদ্বোধন পর্বের আনুষ্ঠানিকতা সমাপ্ত করা হয়।