সোমবার, ০৮ মার্চ ২০২১, ০২:৫১ অপরাহ্ন
জেলা প্রতিনিধি,কুমিল্লা, তাবলীগ নিউজ বিডিডটকম
আগামী ২০ জুন থেকে কুমিল্লার মুরাদনগরের বাখরনগর গ্রামে মুসলমানদের ধর্মীয় জমায়েত তিনদিনব্যাপি কুমিল্লা জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মাঠে চলছে ইজতেমা আয়োজনের ব্যাপক প্রস্তুতি। ইজতেমার লাখো মুসল্লির জন্য থাকছে কয়েক স্তরের নিরাপত্তা।
আয়োজকরা বলছেন, মুসল্লিদের জন্য ইজতেমা মাঠে সুব্যবস্থা রাখা হয়েছে।এই ইজতেমায় ১৬টি উপজেলা থেকে মুসল্লিরা আসবেন।
মাঠে এখন চলছে সামিয়ানা টাঙ্গানো, মঞ্চ নির্মাণের কাজ।জেলার প্রত্যন্ত এলাকা এবং আশে পাশের উপজেলা থেকে অনেকেই এসেছেন ইজতেমা মাঠে কাজ করতে। তাবলীগ জামাতের তদারকিতে সবাই কাজ করছেন মনের আনন্দে।
মুসল্লিদের জন্য ২৫০টি টয়লেট স্থাপনা নির্মাণ কাজ চলছে। এছাড়া লাখো মুসল্লির বিশুদ্ধ পানির জন্য গভীর নলকুপ স্থাপন করা হচ্ছে । নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা।