শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০২:২৮ পূর্বাহ্ন
নেড়ি কুত্তারা এখন শহরেও বাচ্চা প্রসব করে: মাওলানা নিজামুদ্দিন মিসবাহ’র কলাম
একটি ওয়াজ মাহফিলের পোস্টার দেখছিলাম অবাক বিস্ময়ে! অবাক এজন্য, হবিগঞ্জের চুনারুঘাটের মির্জাপুর এলাকাটি সুন্নী অধ্যুষিত। কিন্তু এলাকাবাসীর উদ্যোগে আয়োজন করা অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী। যার সাথে সুন্নী ভাইদের আদায় কাঁচকলা সম্পর্ক। আর অবাক হয়েছিলাম এই কারণেই। স্থানীয় ব্যবসায়ী এক ভাইকে জিজ্ঞেস করলাম, এখানেও ওলীপুরী প্রোগ্রামে দাওয়াত পান?
এই ভাইটি মুখ মলিন করে প্রথমে সুন্নী ভাইদের উদ্দেশ্যে যে সব মধুর বচন উচ্চারণ করলেন তা বাংলা ভাষায় লিখার যোগ্য নয়। অতঃপর বললেন, নেড়ি কুত্তার বাচ্চারা এখানে প্রোগ্রাম করতে দেয়নি।
উনি যেসব গালাগাল দিচ্ছিলেন প্রকাশযোগ্য এই একটি শব্দই আমি উচ্চারণ করে জানতে চাইলাম, এদেরকে নেড়িকুত্তার বাচ্চা বলছেন এটা কোন ভালোবাসা, ভালো ভাষা?
সরোষে ভাইটি জানালো, পাড়ার গলিতে লাওয়ারিশ কুত্তার বাচ্চাদের স্বভাব হলো, তাদের জ্ঞাতি ভাই হলেও আরেকটি কুকুরকে তার এলাকায় দেখতে পেলে ঘেউঘেউ করে ঝগড়া বাঁধিয়ে তবে ক্ষান্ত হয়। এজন্য এরা দেখতে মানুষের বাচ্ছা হলেও স্বভাবে নেড়িকুত্তা।
আমি হতাশা আর আফসুসে মাথা নাড়লাম।
আমি বললাম, দোষ কিন্তু পাবলিকের না। সুন্নী উলামারা সাধারণ পাবলিককে ক্ষেপিয়েছে তাই তারা উক্ত মহান প্রাণির ( নেড়িকুত্তা) ন্যায় আচরণ করছে।
পাবলিককে গালি দিয়ে লাভ কি?
এবার লোকটি একটু হাসলো। আমি পাবলিককে গালি দেয়নি তো। গালি দিয়েছি ঐ আলখেল্লাধারীকেই যে নিজে আলেম হয়ে কথিত আকিদার দোহাই দিয়ে আরেকজন আলেমকে অপমান করে, অপমান করার সুযোগ করে দেয়। এই লিবাসের দিকে তাকিয়ে হলেও তার সম্মান রক্ষার প্রয়োজন ছিলো।
কদিন আগে দেখলাম, হবিগঞ্জ শহরে গলা ফাটাচ্ছেন স্বয়ং ওলীপুরী।
এবার নাটকের চরিত্র উল্টে গেছে।
মির্জাপুরের সুন্নী মৌলভীদের ভুমিকায় নিজে ওলীপুরী। আর তার জায়গায় মাওলানা সাদ কান্দলভী।
প্রসঙ্গ একই, কথিত আক্বিদা।
ডায়লগও সুন্নী উলেমা ভাইদের মতোই শানদার।
আবার যদি কোনদিন ঐ ব্যবসায়ী ভাইয়ের দীদার নসীব হয়, বলবো-এবার তোমার স্টকে রাখা গালিগুলো কাকে দিবা?
সাদপন্থীদের ব্যাপারে যে চ্যচালো ক্ষ্যাপা ষাঁড়ের মতো!
যে কথিত আকিদার কথা বলে পাবলিককে আরেক পাবলিকের মুখোমুখি দাঁড় করালো!
তাদের প্রোগ্রাম বন্ধ করার চেষ্টা করলো!
তোমার ন্যাড়া কুত্তারা শুধু মির্জাপুরে না হবিগঞ্জ শহরের অলিগলিতেও বাচ্চা প্রসব করে।
বিশ্বাস না করলে সেদিনের ভিডিও ক্লিপসটা দেখিয়ে দিবো। সাদ পন্থীরা হয়তো গালি দিবেনা, দাওয়াতের মেজাজের কারণে।
কিন্তু আমরা যারা পাবলিক
আমরা এসব গালাগাল দিতেও জানি।