মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৭:৩৮ পূর্বাহ্ন
তাবলীগ নিউজ বিডি ডটকম : তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বী, পাকিস্তান রায়বেন্ড মার্কাজের জিম্মাদার হাজী আব্দুল ওয়াহাব ৯৬ বছর বয়সে ইন্তেকালে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যাণ্ড ইমাম শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ হাজী আব্দুল ওহাবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, হাজী আব্দুল ওহাব সাহেবের মৃত্যুতে বিশ্ব এক মুখলিস বান্দা হারালো।তিনি আরও বলেন ; তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বীদের হাড়িয়ে আমরা অনাথ হয়ে যাচ্ছি।
এদিকে বাংলাদেশ তাবলীগ জামাতের আহলে শুরা বর্তমানে কাকরাইল মসজিদের ফায়সাল (জিম্মাদার) মাওলানা মোশাররফ হাজী সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
হাজী আব্দুল ওহাবের মৃত্যুতে বাংলাদেশের তাবলীগ মার্কাজ কাকরাইল মসজিদেও নেমে এসেছে শোকের ছায়া।
আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এর প্রতিষ্ঠিত জামেয়া ইকরা ও ইকরা বাংলাদেশক হাজী আব্দুল ওয়াহাব রহ এর মৃত্যুতে মোনাজাত করা হয়। মরহুমের রুহের মাগফিরাতের পাশাপাশি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।