শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ১১:১৬ অপরাহ্ন
বিশিষ্ট লেখক, মিডিয়া ব্যাক্তিত্ব ও চিন্তক আলেমেদ্বীন মাওলানা রুহুল আমীন সাদী (সাইমুম সাদী) দাবী করেছেন,উলামাদের সিয়াসত নিয়েও ওজাহাতি সম্মেলন হওয়া উচিত।
তিনি তার ফেসবুক আইডিতে এবিষয়ে লিখেন, “শুধু সাদ সাহেব নিয়ে ওজাহাতি জোড় হচ্ছে কিন্তু আমাদেরকে নিয়ে হচ্ছেনা।
উলামাদের সিয়াসত নিয়েও ওজাহাতি সম্মেলন হওয়া উচিত। একজন আলেমের পদস্খলন মানে একটা জাতির মৃত্যু।
চূড়ান্ত পতনের আগে চলমান সিয়াসত নিয়ে ওজাহাতি সম্মেলন চাই।”
তার ফেসবুক স্ট্যটাসে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় ফুটে উঠেছে বলে চিন্তাশীল তরুনরা মনে করছেন।
(১) উলামাদের সিয়াসত নিয়েও ওজাহাতি সম্মেলন।
(২)আলেমের পদস্খলন মানে একটা জাতির মৃত্যু।
(৩)চূড়ান্ত পতনের আগে চলমান সিয়াসত নিয়ে ওজাহাতি সম্মেলন।
অনেকেই মন্তব্য করেছে, রাজনৈতিক অঙ্গনে আলেমদের পদস্খলন ঘঠেছে। এটা পতনের দিকে নিয়ে যাবে। তাই চুড়ান্ত পতনের আগে অন্যকে নিয়ে ওজাহাতি জোড় না করে নিজেদের নিয়ে ওজাহাতি করা দরকার।
সাইমুম সাদীর স্ট্যাটাসের কমেন্টে দেখা যায় অধিকাংশ চিন্তাশীলতরুণ আলেমরা এবিষয়ে একমত পোষন করেছেন, যে উলামাদের সিয়াসত নিয়ে ওজাহাতি করা হোক।