নিজস্ব প্রতিনিধি: তাবলীগ নিউজ বিডিডটকম;
তাবলীগ জামাতের ৫দিনের জোড় উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। ইতোমধ্যে মিরপুর হাউজিং ময়দানে সুবিশাল সামিয়ানার কাজ চলছে পুরোদমে। প্রতিদিন হাজার হাজার তাবলীগের সাথী সোচ্ছাশ্রমে ময়দান প্রস্তুতির কাজ করছে।
ময়দানে অযুখানা, টয়লেট, হাউজসহ দেশি বিদেশী তাশকীল, বিদেশী মোহমানখানা, মুরুব্বিদের কামরা, মাশওয়ারার কামরার কাজ প্রায় শেষের পথে।
আজ ময়দানে সকাল ৮ঘটিকায় জোড়ের বিভিন্ন নজমের মাশওয়ারা হয়। মাশওয়ারা ফায়সাল ছিলেন হযরত সৈয়দ ওয়াসিফুল ইসলাম। এতে তাবলীগের জিম্মাদার সাথীরা শরীক ছিলেন।
আজ ময়দানের ম্যাপ উম্মোক্ত করা হয়। ঢাকা জেলার সকল হালকা ছাড়া ৬৪ জেলার সাথীদের আলাদা আলাদা খিত্তায় ভাগ করা হয়েছে অনন্য বছরের ন্যায়।
জোড় উপলক্ষে সারাদেশে তাবলীগের সাথীদের মাঝে ব্যাপক কমচাঞ্চল্য ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। থানা ও ইউনিয়নে ৭/১০দিনের জামাত বের হয়ে মেহনত করছে। মসজিদে মসজিদে ৩চিল্লার সাথীদের জোড় অনুষ্ঠিত হচ্ছে। আজাইম এর ধারনা অনুযায়ী আশা করা হচ্ছে আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে আল্লাহর রাস্তায় বের হওয়া জামাত এই জোড় থেকে বিগত সকল বছরের রেকড ভঙ্গ করবে।
আগামী ৬,৭,৮,৯,১০ ডিসেম্বর ৫দিনের জোড় অনুষ্ঠিত হবে।
