মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৭:৫৯ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার, তাবলীগ নিউজ বিডিডটকম | আজ বুধবার সকাল ১০টায় মিরপুর ৬নাম্বারের ডিব্লক মার্কাজে সারাদোশের খাওয়াছদের (ভিআইপি) বিশেষ জোড় অনুষ্ঠিত হল।
আগামী ৩০জানুয়ারী টঙ্গির ময়দানে ৫দিনের জোড় ও ১১জানুয়ারী বিশ্ব ইজতেমাকে সামনে রেখে এই জোড় বা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেল। সকাল ৯ঘটিকা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত জোড়ে সাবেক সেনাবাহিনী ও পুলিশের আইজি, ডিআইজি পর্যায়ের উধ্বর্তন অফিসার, সাবেক সচীব, সাবেক নিবর্চন কমিশনার, সাবেক বিচারপতি, সাবেক প্রসাশনের ক্যাডার, বিভিন্ন উপজেলার তাবলীগে সময় লাগানোওয়ালা বর্তমান সাবেক চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, মেয়র, কাউন্সিলর ও বিশেষ ব্যবসসয়ী সাথীরা অংশ গ্রহন করেন।
কাকরাইলের মুরুব্বীদের পক্ষ থেকে জোড়ে বিশেষ মোজাকারা করেন, বারিধারা মাদরাসার মুহতামিম, কাকরাইলের মুকিম মুফতী আতাউর রহমান, মাওলানা আশরাফ আলী, মাওলানা মোহাম্মদ উল্লাহ, মাওলানা আবদুল্লাহ সব বেশকয়েকজন অবঃ উধ্ধতন অফিসারগন।
জোড়ে শতশত ভিআইপি সাথী ইজতেমার মেহমতের জন্য ৫দিনের জোড় থেকে চিল্লাার জন্য দাড়িয়ে হাত উঠিয়ে নাম লিখান।