শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:৪৩ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি, তাবলীগ নিউজ বিডিডটকম | আজ থেকে ভারতের ভুপালে চলছে চারদিন ব্যাপি আলমী ইজতেমা। আজ জুম্মার নামাজে অন্তত ৮০লক্ষ মুসলমান শরীক হন।
ভুপাল ইজতেমা নিয়ে বিশ্ব গনমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। কেবল ভারতীয় গনমাধ্যম নয় আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপকভাবে উঠে এসেছে, এই ইজতেমার খবর।
নিউজ ১৮টিভি সহ কয়েকটি চ্যানেলে জু্ম্মার নামাজের বাহিরের দৃশ্য সরাসরি লাইভ দেখানো হয়। বিদেশী গনমাধ্যমে আলোচনায় ফুটে উঠেছে লাখো মানুষের এই মজমার কথা।
ভারতের ভুপাল প্রদেশের ইজতেমা হলে এবছর ইজতেমাতে পৃথিবীর শতাধিক দেশের মুসল্লী অংশ গ্রহন করবছেন বলে মিডিয়াতে বলা হচ্ছে।
ভুপাল আলমী ইজতেমা উপলক্ষে প্রদেশের সকল মাদরাসা বন্ধ থাকবে।
ইজতেমায় দেওবন্দ, ওয়াকফে দেওবন্দ, শাহরানপুর,শাহী মুরাদাবাদ, লক্ষ্মোর উলামায়ে কপরামগন অংশ গ্রহন করবেন বলে ইজতেমার সূত্রে জানাযায়।
ইজতেমায় নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের মুরিব্বীগনের জামাত ইতোমধ্যে হাজির হয়েছেন। বিশ্ব আমীর মাওলানা সাদ কান্ধসলভী ইজতেমার মূল বয়ান, হেদায়তি কথা ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন।