রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৩২ অপরাহ্ন
গতকাল শুক্রবার ভুপাল ইজতেমায় জুম্মার নামাজের ইমামতি করেছেন মাওলানা সাদ কান্ধলভী। তার পেছনে নামাজ পড়তে লাখ লাখ মুসল্লী ময়দানে প্রবেশ করেন। তিন কিলোমিটার জায়গাজুড়ে তৈরি করা হয়েছে আন্তর্জাতিক সামিয়ানা। অন্তত ছয় মাস আগ থেকে শুরু হয়েছিল প্যান্ডেল ও অজু ইস্তেঞ্জা তৈরির কাজ। জুম্মায় ৫০লক্ষ ছাড়িয়ে গেছে বলে ভারতীয় গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
গতকাল ভুপাল ইজতেমায় পৃথিবীর সবচেয়ে বড় জুম্মার জামাত অনুষ্ঠিত হল। জুম্মার নামাজে অংশ নিতে প্রদেশ ও আশেপাশের রাজ্যগুলো থেকে রাত থেকেই লাখ লাখ মুসল্লী দলে দলে আসতে থাকেন।
শুক্রবার বন্ধের দিন হওয়ায় ভুপালের সকল মাদরাসার হাজার হাজার ছাত্র-শিক্ষক জুম্মার নামাজে শরীক হতে এসেছেন। জুম্মার নামাজের ইমামতি করবেন, তাবলীগ জামাতের বিশ্বআমীর শায়খুল হাদীস আল্লামা সাদ কান্ধলভী দা.বা.।
(23-11-2018/Khutba-E-Juma’a With Azaan) – Hazrat Ji Maulana Sa’ad D.B | Bhopal Aalami Ijtima 2018: