শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:৪৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, তাবলীগ নিউজ বিডিডটকম। পাকিস্তানের রায়বেন্ড মারকাজের আমীর হাজ্বী আবদুল ওয়াহাব রাহ. এর শোক শেষ হতে না হতেই চলে গেলেন তাবলীগের আরেক কিংবদন্তী, রায়বেন্ড মার্কাজের খতীব মাওলানা জামীল আহমাদ রাহ.। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। বর্ণাঢ্য জীবনের অধিকারী তাবলীগের এই প্রবীণ মুরুব্বী আজ সন্ধায় ইন্তিকাল করেন। মৃত্যুর পূর্বে দীর্ঘদিন যাবত তিনি রায়বেন্ড মার্কাজের সম্মানিত ইমাম ও খতীবের দায়িত্ব পালন করে আসছিলেন। বয়োবৃদ্ধ এই আলেম মুরুব্বী আজীবন বিশ্ব মার্কাজ নিযামুদ্দীনের আনুগত্যশীল ছিলেন। ফলে পাকিস্তানের সম্প্রতি আলমীশূরার আধিপত্যের কারণে তাকে মার্কাজের বিভিন্ন আমল থেকে বঞ্চিত করা হতো। এ নিয়ে দীর্ঘদিন ধরে পাকিস্তানের তাবলীগের মাঝে ক্ষোভ বিরাজ করছিলো। তার মৃত্যুতে বিশ্বব্যপী তাবলীগে শোকের ছায়া নেমে এসেছে।