শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৬:৩২ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার, তাবলীগ নিউজ বিডিডটকম | ঢাকার অদুরে মুন্সীগঞ্জের টংগীবাড়ি থানার বালিগাও-এ তাবলীগের বৃহত্তম কওমী মাদরাসার পথ চলা শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়েই ১লক্ষ ২০ স্কয়ারফিট ভবনে শুরু হচ্ছে আন্তর্জাতিকমানের মাদরাসাটি আজ থেকে পথচলা শুরু করেছে।
ঢাকাসহ দেশের প্রতিটি জেলায় তাবলীগের মূলধারার সাথীদের তত্বাবধানে কাকরাইলের নির্দেশনার আলোকে দাওরায়ে হাদীস মাদরাসা প্রতিষ্ঠিত হচ্ছে।
ইতোমধ্যে ঢাকার ‘দারুল উলুম উত্তরা’ সহ বিভিন্ন জেলায় অন্তত ১৪টি মাদরাসার কার্যক্রম চালু হয়েছে। রমজানের পূর্বেই ৬৪জেলা ও থানাতে শতাধিক কওমী মাদরাসা প্রতিষ্ঠিত হবে বলে তাবলীগের শীর্ষ মুরুব্বীরা আশা করছেন।
আজ মুন্সিগঞ্জে জুম্মার নামাজের পর, মাওলানা মুফতি উছামা ইসলাম মাদরাসার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। এব্যাপারে মাদরাসার মুহতামি মুফতি উসামা ইসলাম তাবলীগ নিউজ বিডিডটকমকে জানান ছয়তলা ভবনে ১লক্ষ ২০হাজার স্কয়ারফিট জায়গা নিয়ে আমরা মূল ভবন করেছি। এরই মাঝে ৪তলা ভবনের কাজ সমাপ্ত হয়েছে। জানুয়ারীর শুরু থেকেই দরস শুরু হবে ইনশাআল্লাহ।
জানা যায়, আন্তজার্তিক মানের এই মাদরাসায় সারা বিশ্বের তাবলীগের সাথীদের সন্তানরা পড়ালেখা করবেন। সেরকম বিশ্বমানের করেই সাজানো হচ্ছে প্রতিষ্ঠানটিকে। বিশেষ করে কাকরাইল মসজিদের উলমুদ দ্বীনীয়া মাদরাসা থেকে যারা চলে গিয়েছিল, সেসব বিদেশি নানান দেশের ছাত্ররা আবার বাংলাদেশে এলমে ওহি শিখতে আসবেন বলে আশা করা হচ্ছে।