ষ্টাফ রিপোর্টার: ইজতেমাকে ঘিরে ঢাকা জেলার মুসল্লীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ফলে গভীর রাত থেকে যেভাবে মানুষের ঢল ছিল কেরানীগঞ্জের মাঠের দিকে তা ছিল চোখে পড়ার মতো। তাছাড়া দীর্ঘদিন ধরে নিজামুদ্দিন মার্কাজ বিরোধী হেফাজত সমর্থিত আলেম ও মাদরাসা ছাত্রদের নিরিহ তসবলীগের সাথীদের উপর নানান নির্যাতন ও দ্বীনী কাজে বাধা প্রদানের কারনে সাধারন মুসল্লীদের মাঝে একটি চাপা ক্ষোভ কাজ করে আসছিল।
ঢাকা জেলা ইজতেমার জন্য এসব বাধার কারনে চারবার স্থান বদল করতে হয়েছে মূলধারা তাবলীগ সাথীদের। সর্ব শেষপ গত সাপ্তাহে ঢাকার মিরপুরের ইষ্টান হাউজিংএ মাঠের কাজ আশিভাগ সমাপ্ত করেন তসবলীগ সাথীরা। গত শুক্রবারে প্রায় তিশ হাজাট তাবকীগের সাথীরা সেচ্ছাশ্রমে সেখানে ময়দানের কাজ করেন। শতশত অযুখানা, টয়লেট, ও বিশাল সামিয়ানা তৈরি করেন। কিন্তু রাতে হেফাজতপন্থীদের রাজনৈতিক চাপে পুলিশ তা বন্ধ করপ দিয়ে তাবলীগের সাথীদের ময়দান থেকে বের হয়ে যেতে বাধ্য করে। ইজতেমা করার জন্য তাবলীগের বড়রা অনেক চেষ্টা করেন। ফলে নিরোপায় হয়ে তাবলীগের মুরুব্বিগন গত বৃহস্পতিবার রাতে তাবলীগের সাথীদের চাপা ক্ষোভ