বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১, ০৫:৩০ পূর্বাহ্ন
বগুরা প্রতিনিধি, তাবলীগ নিউজ বিডিডটকম| বর্তমান সময়ের আলোচিত বগুরা -৪ আসনের এমপি পদপ্রার্থী মোঃ আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম নির্বাচনের পর তাবলীগ জামাতে ৪০ দিনের জন্য চিল্লায় যাবেন বলে নিয়ত করেছেন। গতকাল ২২ ডিসেম্বর শনিবার তিনি তাবলীগের সাথীদের কাছে তার এই ইচ্ছার কথা ব্যক্ত করেন।
হিরো আলম বলেন, আমি একজন সাধারণ মানুষ। নাচগান নাটকে থাকতাম। কিন্তু জনগণ আমাকে যে ভালবাসা দিচ্ছে এটি বিরল ঘটনা। জনগণের জন্যই আমার জীবনকে বদলানো দরকার। আর জীবনে পরিবর্তন আনা ও সুন্দর করে সাজনোর জন্য তাবলীগে যাওয়ার চেয়ে সুন্দর কোন পথ আর নেই।
বগুড়া তাবলীগের ১১ নম্বর হালকার আমির বুলবুল আহমেদের নেতৃত্বে একটি জামাত গতকাল হিরো আলমের কাছে তাবলীগের গাশতে গেলে তিনি উপরোক্ত মন্তব্য ও নিজের ইচ্ছের কথা প্রকাশ করেন। তিনি বলেন নির্বাচনে জয় পরাজয় যাই করি আমি একটি চিল্লা দেয়ার নিয়ত করেছি।
ভোটের পরেই ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় তার ৪০ দিনের জন্য বের হওয়ার নিয়তে তাবলীগের মুরুব্বীরা খুশি হন। তারা হিরো আলমের জন্যে দোয়া করেন যেন তিনি অতিদ্রুত আল্লাহর রাস্তায় বের হতে পারেন।