বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১, ০৮:২৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, তাবলীগ নিউজ বিডিডটকম | যে মুহুর্তে বাংলাদেশের আলেমরা তাবলীগের একটি পক্ষে অবস্থান করে অপরপক্ষকে ঘায়েলের হীন রাজনৈতিক চেষ্টা করে চলেছেন, ঠিক সেই মুহুর্তে পাকিস্তানের শীর্ষ আলেমরা সালীশী বোর্ড গঠন করে সংকট নিরসনে ঐক্যবদ্ধ হলেন।
পাকিস্তানের খ্যাতিমান ২৬ জন আলেমের স্বাক্ষরিত ভারতের তাবলিগের প্রধান মারকাজ নিজামুদ্দিন, পাকিস্তানের রায়বেন্ড মারকাজ ও বাংলাদেশের কাকরাইল মারকাজের মুরব্বীদের প্রতি এক গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছেন।
গতকাল রোববার পাকিস্তানের শীর্ষ আলেমদের স্বাক্ষরিত এ চিঠিটি উক্ত ৩টি মারকাজে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। তাবলিগের চলমান সংকট নিরসনে কার্যত উদ্যোগ গ্রহণ করার জন্যই এ চিঠি প্রেরণ করা হয়েছে।
প্রেরিত চিঠির সূত্রে জানা যায়, তাবলিগের চলমান সংকট নিরসনে পাকিস্তানের আলেমগণ ৭ সদস্যের এক কমিটি গঠন করেছেন। উভয় গ্রুপের ঐক্য ও সমাধানের জন্য নির্ধারিত কমিটির মধ্যে রয়েছেন, জামিয়াতুর রশীদ করাচির মুফতি মাওলানা মুহাম্মদ, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া করাচির মুহাদ্দিস মাওলানা এমদাদুল্লাহ, জামিয়া ফারুকিয়া রাওয়েলপিন্ডির মুহতামিম মাওলানা কাজি আবদুর রশিদ, দারুল উলুম করাচির মুহাদ্দিস মাওলানা ড. জুবায়ের আহমদ উসমানি, দারুল উলুম হক্কানিয়ার হাফেজ মাওলানা সওকত আলী, কোয়েটা বেলুচিস্তানের মুফতি সাইফুর রহমান, জামিয়া মিফতাহুল উলুম সারগোদাহর মাওলানা তাহের মাসউদ। বৈঠকে সমস্যা সমাধান করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে জানা যায়।
উভয় গ্রুপকে অতীতের সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সমস্যা সমাধানে শুধু আল্লাহর জন্য এক জায়গায় একত্রিত হওয়ার আহ্বান করেন আলেমগণ।
বৈঠকে উপস্থিত ছিলেন-
১.মুফতি রফি উসমানি, মুহতামিম, দারুল উলুম করাচি
২.মুফতি তাকি উসমানি, নায়েবে মুহতামিম, দারুল উলুম করাচি
৩.মাওলানা আনোয়ারুল হক, মুহতামিম, দারুল উলুম হক্কানিয়া
৪.মাওলানা ফজলুর রহিম, মুহতামিম, লাহোর জামিয়া আশরাফিয়া
৫.মাওলানা জাহেদ রাশদি, মুহতামিম, জামিয়া নাসরাতুল উলুম
৬.মাওলানা মুফতি গোলামুর রহমান মুহতামিম, পেশোয়ার জামিয়া উসমানিয়া
৭.মুফতি আবদুর রহিম, মুহতামিম, জামিয়াতুর রশিদ
৮.মাওলানা হাকিম মুহাম্মদ মাজহার, মুহতামিম, করাচি আশরাফুল মাদারিস
৯.মাওলান তাইয়্যেব, মুহতামিম, জামিয়া ইমদাদিয়া ফয়সালাবাদ
১০.মাওলানা ড. আদেল, মুহতামিম, জামিয়া ফারুকিয়া করাচি
১১.মাওলানা কাজি আবদুর রশিদ, মুহতামিম, জামিয়া ফারুকিয়া রাওয়েলপিন্ডি
১২.মাওলানা মেহেরুল্লাহ
১৩.মাওলানা তানভিরুল হক, মুহতামিম, জামিয়া উহতেশামিয়া
১৪.মাওলানা এমদাদুল্লাহ, মুহাদ্দিস, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া, করাচি।
১৫.মুফতি মাহমুদ আশরাফ উসমানি, মুহাদ্দিস, জামিয়া দারুল উলুম করাচি।
১৬.মাওলানা আজিজুর রহমান, মুহাদ্দিস, দারুল উলুম করাচি।
১৭.মাওলানা রাহাত আলি হাশেমি, নাজেমে তালিমাত, দারুল উলুম করাচি।
১৮.মুফতি মুহাম্মদ, মুহাদ্দিস, জামিয়াতুর রশিদ
১৯.মাওলানা দাউদ, শাইখুল হাদিস, জামিয়া এমদাদিয়া কোয়েটা।
২০.মাওলানা ড. জুবায়ের আহমদ উসমানি, মুহাদ্দিস, দারুল উলুম করাচি।
২১.মাওলানা ইমরান আশরাফ উসমানি, মুহাদ্দিস, দারুল উলুম করাচি।
২২.মাওলানা তাহের মাসউদ, মুহাম্মদ, জামিয়া মিফতাহুল উলুম, সারগোদাহ।
২৩.মাওলানা খালেদ আব্বাসি, শিক্ষক, জামিয়া মিফতাহুল উলুম সারগোদাহ।
২৪.মাওলানা মুহাম্মদ নোমান, শিক্ষক জামিয়া বিন্নুরিয়া করাচি।
২৫.মাওলানা হাসান আশরাফ উসমানি, শিক্ষক, মুহাদ্দিস, দারুল উলুম করাচি
২৬.মাওলানা সালমানুল হক, শিক্ষক জামিয়া হক্কানিয়া।
এ বৈঠকে বিস্তারিত আলোচনার পর কয়েকটি সিদ্ধান্ত গ্রহিত হয়।
১. অল্প দিনের মধ্যেই তাবলিগের মুরব্বিদের নিকট চিঠি পাঠানো হবে।
২. উলামায়ে কেরামের বৈঠকে নির্ধারিত কমিটির সদস্যগণ তাবলিগের দুই গ্রুপের মুরব্বিদের সঙ্গে দেখা করে উভয়ের দাবিগুলো শুনে সে অনুযায়ী পরামর্শ করে চলমান দ্বন্দ্ব নিরসনের চেষ্টা করবেন।