শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৬:৩১ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার, তাবলীগ নিউজ বিডিডটকম | স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারাদেশের মানুষ বিশ্ব ইজতেমার জন্য অপেক্ষা করে থাকেন। নির্বাচনের জন্য আমরা ইজতেমার সময় ‘রিপ্লেস’ করেছিলাম। তাবলিগ জামাত দুই ধারায় বিভক্ত আছেন, সেটাও সবাই জানেন। আমরা শেষ চেষ্টা করছি, তাদের একত্রিত করে সুন্দরভাবে বাংলাদেশে ইজতেমা যেন চালু থাকে এবং আগামীতেও একত্রিতভাবে করতে পারি। আমরা আগামী পরশুদিন আবার বসবো সকাল সাড়ে দশটায়। এক পক্ষের লোক আজ আসেনি।
সোমবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাবলিগের মূলধারার মুরুব্বীদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
কোনো পক্ষের ওপর কোনো সিদ্ধান্ত চাঁপিয়ে দেওয়া হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা কোনো সিদ্ধান্ত চাঁপিয়ে দিচ্ছি না। তারা তাদের মতো সিদ্ধান্ত নেবেন। তারা একসঙ্গে করবেন, না কিভাবে করবেন, কবে করবেন সে সিদ্ধান্ত তারাই নেবেন। আমরা সেই অপেক্ষায় রয়েছি। আগামী পরশুদিন আশা করি সিদ্ধান্তে আসতে পারবেন। তারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা ইনপ্লিমেন্ট করব।