শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৫:৫৬ পূর্বাহ্ন
সচিবালয় প্রতিনিধি; তাবলীগ নিউজ বিডিডটকম| নির্ধারিত হলো বিশ্ব ইজতেমার তারিখ। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ১৫, ১৬, ১৭ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্খিত বিশ্ব ইজতেমা। আজ ধর্মমন্ত্রণালয়ের সভাপতিত্বে তাবলীগের শীর্ষ মুরুব্বীদের নিয়ে আয়োজনরত বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে তাতক্ষণিকভাবে জানা যায়।
বৈঠকে উপস্থিত কাকারইলের মুরুব্বীরা হলেন, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাওলানা মুহাম্মদ যোবায়ের, মাওলানা উমর ফারুক ও খান শাহাবুদ্দিন নাসিম।
উল্লেখ্য, তাবলিগ জামাতের চলমান সংকট নিরসনে গতকাল সকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তৃতীয় পক্ষকে বাদ দিয়ে তাবলীগের চলমান সংকট নিরসন ও আসন্ন বিশ্ব ইজতেমা করতে কাকরাইলের সাবেক ও বর্তমান আহলে শুরাগণ ঐক্যমতে পৌঁছেন। তার প্রাথমিক আলোচনা হিসাবেই এখন বৈঠক চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে গতকালের বৈঠকে অংশগ্রহণ করেন সরকারের পদস্থ কর্মকর্তা, উলামায়ে কেরাম ও তাবলিগ জামাতের উভয়পক্ষের প্রতিনিধিরা।