শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৬:২৮ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার, তাবলীগ নিউজ বিডিডটকম
আাগামী ১৫ই ফেব্রুয়ারী ২০১৯ তারিখে অনুষ্ঠিতব্য তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমায় আসতে পারেন মুফতী ইউসুফ বিন সাদ কান্ধলভী।
নিজামুদ্দিন মারকাজের একাধিক সূত্রে এমন খবর পাওয়া গেছে। মুফতী ইউসুফ বিন সাদ কান্ধলভী বিগত কয়েক বছর যাবৎ নিয়মিত বিশ্ব ইজতেমার ময়দানে গুরুত্বপূর্ন বয়ান করে আসছেন।
তিনি তাবলীগের বিশ্ব আমীর শায়খুল ইসলাম আল্লামা সাদ কান্ধলভীর বড় ছাহেবজাদা (সন্তান)। মুফতী ইউসুফ বিন সাদের সম্মোহনী এলমী বয়ানে তাবলীগের পুরানো সাথীরা ব্যাপক খোরাক লাভ করেন। মুফতি ইউসুফের আগমনের সংবাদে সারা দেশের মুবাল্লীগদের মাঝে ব্যপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।