শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৫:৪০ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার, তাবলীগ নিউজ বিডিডটকম | আজ শুক্রবার (১লা ফেব্রুয়ারী) থেকে তাবলীগ জামাত বাংলাদেশ এর প্রধান মারকাজ কাকরাইল মসজিদ এখন মূলধারার তাবলীগ সাথীদের সম্পুর্ণ নিয়ন্ত্রনে চলছে।
কাকরাই ভোর থেকেই ঢাকা শহরের হাজারো জিম্মাদার সাথীদের পদচারনায় মূখরিত। সকল নযমেই আছেন একঝাক নিবেদিত হক্কানী উলামা মাশায়েখ। আজ সকাল ৯টায় সকল নযমের আমলের মাশোয়ারার মাধ্যমে সকল কার্যক্রম চলছে।
দেশি জামাতের সাথে সাথে আজ ভোর থেকেই প্রচুর বিদেশি জামাত কাকরাইল মসজিদে আসছে। বিশ্ব ইজতেমাকে সামনে রেখে দেশি বিদেশি মুসল্লীদের পদচারণায় এখন মূখর হবে কাকরাইল।
কাকরাইলের শীর্ষ মুরুব্বী মাওলানা মোশাররফ হোসেন, খান শাহাবুদ্দীন নাসিমসহ সকল আহলে শুরাগন এখন কাকরাইলে অবস্থান করছেন।