বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১, ০৫:৪৭ পূর্বাহ্ন
বগুড়া প্রতিনিধি, তাবলীগ নিউজ বিডিডটকম | দেশ-বিদেশি লাখো মুসল্লীর অংশ গ্রহনে আম-বয়ানের মধ্য দিয়ে বগুড়া গতকাল ইজতেমা শুরু হয়েছিল। ইজতেমা থেকে চিল্লা তিন চিল্লাট জন্য ৩৮জামাতে ৫শতাধিক লোক আল্লাহর রাস্তায় সময় লাগানোর জন্য বের হন।
বৃহস্পতিবার বাদ ফজর মাওলানা আশরাফ আলী সাহেবের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। গতকাল রাতে বিভিন্ন থানা ও ইউনিয়ন থেকে মুসল্লীরা এসে পুরো ময়দান ভড়ে যান। আজ বাদ মাগরিব ইজতেমার ময়দানে মূল বয়ান করেন, কাকরাইলের শীর্ষ মুরুব্বী মাওলানা মনির বিন ইউসুফ।
বগুড়ায় বিশ্বরোড সংলগ্ন ঝোপগাড়িতে বিশাল এলাকা জুড়ে প্রতিবারের ন্যায় এবারও বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সাধারন মানুষের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেলেও বিশ্ব ইজতেমাকে সফল করতে একদিন পর আজ আসন্ন ইজতেমাকে সফল করতে, আল্লাহর রাস্তায় জামাত বের করে দোয়ার মাধ্যমে জেলা ইজতেমার সমাপ্ত করা হয়।দোয়া করেন, কাকরাইলের শীর্ষ মুরুব্বী, কাকরাইল উলুমে দ্বীনীয়া মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা মনির বিন ইউসুফ।