শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০২:৩৮ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টার, তাবলীগ নিউজ বিডিডটকম
আগামী ১৭,১৮ ফেব্রুয়ারী রবি, সোমবার টঙ্গীর তুরাগ তীরে আম বয়ানের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫৪তম বিশ্ব ইজতেমা। ১৯ ফেব্রুয়ারী সকাল ১০টায় হেদায়তী কথা ও আখেরী মোনাজাত হবে।
অন্যান্য বছরের ন্যায় এবারো বিশ্ব ইজতেমার যাবতীয় আমলের ফায়সালা করবেন ভারতের দিল্লীস্থ নিজামুদ্দিন মারকাজের মুরুব্বীগণ। ১৭,১৮তারিখ বিশ্ব ইজতেমা করবেন তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী, কাকরাইল মসজিদের আহলে শূরা সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও নিজজামুদ্দীন সমর্থক মূলধারার তাবলীগের সাথীরা।১৯ ফেব্রুয়ারী সকালে দোয়া হবে,গতকাল ধর্ম মন্ত্রণালয়ে এ সিদ্ধান্ত হয়।
ইজতেমা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার আখেরী মোনাজাতে মহামান্য রাষ্টপতি আব্দুল হামিদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী পরিষদের সদস্যগন, বিদেশিক কূটনীতিকরা অংশ গ্রহন করতে পারেন।
এবছর বিশ্ব ইজতেমার আখেরী মুনাজাত অনন্য বছরের মতো দিল্লীর মুরুব্বীগন বয়ান করেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ মিডিয়াতে সরাসরি সম্প্রচার হবে।
তবে তার আগে ১৫,১৬ ফেব্রুয়ারী যুবায়েরপন্থীরা সতন্ত্রভাবে অংশ নিবে। ১৬ ফেব্রুয়ারী শনিবার তারা বাদ আছর দোয়া করে ময়দান ত্যাগ করবেন বলে জানা যায়।