শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৪:৫১ পূর্বাহ্ন
নোয়াখালী জেলা প্রতিনিধি|তাবলীগনিউজবিডি ডটকম। বাধারমুখেই আজ বাদ ফজর থেকে নোয়াখালী জেলা ইস্তেমার কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে আলিবাজারে ইজতেমা করার কথা থাকলেও হেফাজতের আলেমরস সেখানে পাল্টা সমশবেশের ডাক দেন। তাদের চাপে প্রশাসন ১৪৪ ধারা জারি করে আলিবাজারে।
গতকাল রাত থেকেই ইজতেমার খবর পেয়ে তাবলীগের হাজার হাজার সাথী শহরে আসতে থাকে। পরে রাত্র ৩টায় তাবলীগের নতুন মার্কাজ মাদ্রাসাতুস সাহাবা সংলগ্ন বিশাল মাঠে তাবলীগের সাথীরা জড়ো হতে থাকে। খোলা আকাশের নিচে এই কনকনে শীতে হাজার হাজার মানুষ ইস্তেমা শুরুর পূর্বেই ময়দানে উপস্থিত হয়ে গেছে। বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে সেখানে ইজতেমা শুরু হয়েছে।